তিন দেশে ট্রাম্পের শুল্কারোপে বড় ধাক্কা এশিয়ার শেয়ার বাজারে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা দেয়ায় এশিয়ার শেয়ার বাজারে লেগেছে বড় ধরনের ধাক্কা। এতে সোমবার এশিয়ার শেয়ারগুলোতে বেশ দরপতন ঘটেছে।
এহেন পরিস্থিতিতে বড় ধরনের অস্থিতিশীলতার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগকারীরা। এটি বড় বড় কোম্পানিগুলোর আয়ে প্রভাব ফেলবে। একইসাথে বৈশ্বিক প্রবৃদ্ধিকেও হ্রাস করবে।
কানাডা ও মেক্সিকো বলছে, তারাও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কারোপ করবে। এদিকে, চীনও প্রতিকারমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তারা এও বলেছে যে ট্রাম্পের পরিবর্তিত এই নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রতিরোধের মুখে ফেলবে।
ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ এবং অভিবাসন বন্ধ করার জন্য শুল্ক আরোপ করা জরুরি।
যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর রফতানিকৃত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছে। আর চীনা পণ্যের উপর শুল্কারোপ করেছে ১০ শতাংশ। এতে হংকংয়ের হেং সেং ইনডেক্স কমেছে ০.৪ শতাংশ। জাপানের নিক্কি ২২৫ এর সূচক কমেছে ২.৬ শতাংশ, সাউথ কোরিয়ার কোসপির সূচকে পতন হয়েছে ২.৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্সের সূচক পড়েছে ১.৮ শতাংশ।
সূত্র : বিবিসি