আইসিসির গ্রেফতারি পরোয়ানার আবেদন ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
আফগানিস্তানের তালেবান সরকার শুক্রবার বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাদের নেতাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে, তা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক এক্স বার্তায় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন মন্তব্য করে। এর আগে আফগানিস্তানের জ্যেষ্ঠ তালেবান নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌঁসূলি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অন্যান্য অনেক সিদ্ধান্তের মতো এটিও ন্যায্য আইনি ভিত্তিহীন, দ্বিমুখী এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই প্রতিষ্ঠানটেই আফগানিস্তানের ২০ বছরের দখলদারিত্বের সময় বিদেশী বাহিনী এবং তাদের দেশীয় মিত্রদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের প্রতি অন্ধ দৃষ্টি রেখেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে যে আদালতের ‘সমগ্র বিশ্বের উপর মানবাধিকারের একটি নির্দিষ্ট ব্যাখ্যা চাপিয়ে দেয়ার চেষ্টা করা উচিত নয়। বিশ্বের বাকি মানুষের ধর্মীয় ও জাতীয় মূল্যবোধকে উপেক্ষা করা উচিত নয়।’
২০২১ সালে তালেবানরা দ্রুত কিন্তু ব্যাপকভাবে রক্তপাতহীন সামরিক দখলের মাধ্যমে আমেরিকা-সমর্থিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় ফিরে আসে। এরপর তারা দেশজুড়ে ইসলামী আইন জারি করে। তারা নারীদের অধিকার সম্মানজনকভাবে প্রতিষ্ঠা করে।
সূত্র : ফ্রান্স এজেন্সি, আরব নিউজ, ডন ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা