২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

তালেবানের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালত - ছবি : সিএনএন

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান।

নারীদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়নের মাধ্যমে ‘মানবতার বিরুদ্ধে কথিত অপরাধের’ দায়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আবেদন করা হয়। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আইসিসির প্রধান কৌঁসুলির দাবি, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি ‘নারীদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়নের মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত করেছেন এবং এ জন্য তারা দায়ী।

তিনি আরো বলেন, ‘আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে, মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে, এমনকি সমকামী সম্প্রদায়কেও ভয়াবহ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে।’

করিম খান বলেন, ‘আমাদের এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে আফগানিস্তানে নারীদের প্রতি বর্তমান আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। এরপর তারা সেখানে শরিয়া আইন বাস্তবায়নের ঘোষণা দেন। নারীদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে যথাযথভাবে মূল্যায়নের চেষ্টা করে যাচ্ছে তারা। তবে পশ্চিমা বিশ্বের মনোনীত পন্থায় নারীদের মূল্যায়ন না করার বরাবরই তাদের বিরুদ্ধে বিষোদগার করে আসছে পশ্চিমারা। এবার আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদনের মাধ্যমে তাদের ওই মনোভাবের পুনরাবৃত্তি করা হলো।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল