২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

আফগানিস্তানে চীনা নাগরিককে হত্যার দায় স্বীকার করল আইএস

চীন ও আফগানিস্তানের শীর্ষ কূটনীতিবিদ - ছবি : ভয়েস অফ আমেরিকা

তালিবান কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুক হামলায় একজন চীনা নাগরিক নিহত হন। তবে তার স্থানীয় দোভাষী অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

ইসলামিক স্টেটের (আইএস) আফগানভিত্তিক সহযোগী আই-এস খোরাসান তাজিকিস্তানের সীমান্তবর্তী তাখার প্রদেশে রাতের বেলার এই মারণাঘাতের দায় স্বীকার করে। এই উগ্রবাদী গোষ্ঠীটি তারা নিজস্ব মাধ্যম আমাগে বলেছে, তাদের যোদ্ধারা মেশিন গান দিয়ে এই চীনা লোকটাকে লক্ষ্যবস্তু করে।

তালিবান কর্মকর্তারা বলেন, এই নিহত বেসামরিক নাগরিক আফগানিস্তানে একটি খনিজ কোম্পানির জন্য কাজ করতেন।

প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ আকবর বলেন, মঙ্গলবার দিনের শেষে এই চীনা নাগরিককে তার দোভাষীসহ দাশত-এ-কালা জেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যখন গাড়িটির উপর আচমকা আক্রমণ হয়।

আকবর বলেন, বিদেশী ভ্রমণকারীদের পথযাত্রার সময় স্থানীয় পুলিশকে অবশ্যই খবর দেয়া উচিৎ। তবে তিনি বলেন, নিহত এই চীনা নাগরিক সেটা করেননি। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই আক্রমণের ব্যাপারে তদন্ত চলছে।

এই গুলির ঘটনা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘আমার বিশ্বাস ঠিক কী ঘটেছে, সে ব্যাপারে আফগানিস্তানে আমাদের দূতাবাস তথ্য খুঁজে পাবে এবং চীনা নাগরিকদের আইনসঙ্গত অধিকার ও স্বার্থ এবং তাদের নিরাপত্তার সুরক্ষার জন্য যতটা সম্ভব তার সবটুকুই করবে।’

২০২২ সালের ডিসেম্বর মাসে এ ধরণের ঘটনার পর মঙ্গলবার আফগানিস্তানে চীনা নাগরিকের উপর এই মারণাঘাত ছিল এই প্রথম। ওই সময় চীনা বিনিয়োগকারীদের কাছে প্রিয় কাবুলের একটি হোটেলে আইএস-খোরাসান যোদ্ধারা ঝটিকা হামলা চালায়। ওই হামলায় তিনজন আফগান নিহত হন এবং পাঁচজন চীনা নাগরিকসহ ১৮ জন আহত হন।

২০২১ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমি মিত্ররা প্রায় দুই দশক ধরে উপস্থিত থাকার পর যখন তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়, তখন থেকে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
দাগনভূঞায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে যুবকেরা মূখ্য শক্তি : নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশীদের প্রতি আহ্বান ড. ইউনূসের গাজীপুরের কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেফতার ৪ নিখোঁজের ৪ দিন পর খড়ের নিচ থেকে আদিবার লাশ উদ্ধার দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব মতিউরের স্ত্রী কানিজের আয়কর নথি জব্দের আদেশ আর কোনো অপশক্তিকে ছাত্র-জনতা মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ মাহমুদ

সকল