উত্তর কোরিয়ার সাথে ট্রাম্পের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৫
দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র জুংআং ডেইলি অনুসারে, সিউলে জাতীয় পরিষদে সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতা লি জে-মিয়ং বলেন, ‘আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিপ্রায় কোরিয়ার উপদ্বীপে উত্তেজনা কমাবে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ, আন্তঃকোরীয় বিনিময় ও শান্তির দিকে পরিচালিত করবে।’
ট্রাম্প উত্তর কোরিয়াকে ’পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেন। কিম জং-উনের সাথে তার ২০১৮-২০১৯ সালের শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কিম জং-উন (উত্তর কোরিয়ার নেতা) ও আমার মধ্যে ভালো বোঝাপড়া ছিল। আমার মনে হয় আমি ফিরে আসছি দেখে তিনি খুশি হবেন।’
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ডিসেম্বরে সংক্ষিপ্ত সামরিক আইন জারির প্রচেষ্টার পর দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক সংকটের সময় বিরোধী দলের নেতা লির এই মন্তব্য মিলে যায়।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর সিউলে দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) আইনপ্রণেতা না কিউং-ওন বুধবার ফেসবুকে এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি কিম জং-উনের সাথে আবারো বিপজ্জনক পারমাণবিক চুক্তি করে, তাহলে আমাদের কী করা উচিত?’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যেহেতু উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে মনে হচ্ছে, সেহেতু ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য আমাদেরও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে হবে।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা