২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প

- ছবি : বাসস

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আজ ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে ভবন এবং ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণ লেইত প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের ২৫ কিলোমিটার (১৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সান ফ্রান্সিসকো শহরের উদ্ধারকর্মী রোক্সান স্যান্ডোভাল এএফপিকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে, তাদের পৌর ভবনের দেয়ালে ‘বিশাল’ ফাটল দেখা গেছে।

স্যান্ডোভাল বলেন, এটি একটি শক্তিশালী ভূমিকম্প ছিল এবং এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

তিনি বলেন, রাস্তাঘাট এবং ঘরবাড়ির ক্ষতির তীব্রতা পরীক্ষা করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ’রিং অফ ফায়ার’ এর পাশে, জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বৃত্তে অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যনৈমিত্তিক ঘটনা।

বেশিভাগ ভূমিকম্পই এতটাই দুর্বল যে, মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো এলোমেলোভাবে আসে এবং কখন এবং কোথায় ঘটবে তা ভবিষ্যদ্বাণী করার জন্য কোনো প্রযুক্তি নেই।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement