জাকার্তায় আগুনে ৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেমায়োরান সাব-ডিস্ট্রিক্টে আগুনে পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। এতে বাস্তুচ্যুত হয়ে ছয় শতাধিক পরিবার অন্যত্র সরিয়ে যেতে বাধ্য হয়েছে।
আজ মঙ্গলবার এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বলে জানিয়েছে জার্কাতা নগরীর কর্মকর্তারা।
নগরীরর দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র মোহাম্মদ ইয়োহান জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লোকজন বর্তমানে নিকটবর্তী উপাসনালয়ে আশ্রয় নিচ্ছেন।
‘প্রচুর কারিগরি সহায়তা প্রয়োজন’ উল্লেখ করে ইয়োহান বলেন, নগর প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে খাবার, কম্বল এবং বোতলজাত পানি বিতরণ করেছে।
প্রায় ১৭০ জন দমকলকর্মী এবং ৩৪টি দমকল ইঞ্জিনের প্রায় ছয় ঘণ্টায় চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাত্ও পূর্ণোমো কন্দ্রো বলেন, একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন।
তিনি বলেন, ‘তবে এটা প্রাথমিক অনুমান মাত্র। আগুনের সঠিক কারণ নির্ধারণে আমরা ন্যাশনাল পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি সেন্টারের সহযোগিতায় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব।’
কন্ড্রো আরো জানান, সরিয়ে নেয়ার প্রক্রিয়ার সুবিধার্থে কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা