মিয়ানমারে জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ফাঁড়িতে আক্রমণ আরাকান আর্মির
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
মিয়ানমারের আরাকান রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের সহযোগীরা দেশটির জান্তা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ফাঁড়িতে হামলা চালিয়েছে। ফাঁড়িটি রাখাইন ও ম্যাগওয়ে অঞ্চলের সংযোগকারী আন-পাদান রোডে অবস্থিত একটি কামান ঘাঁটির পাহাড়ায় নিয়োজিত।
মগওয়ের এনগ্যাপ শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে অবস্থিত আরাকান পর্বত এলাকার দুটি গ্রামে শনিবার দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, অ্যান থেকে পাদান শহরে অগ্রসর হওয়ার জন্য আরাকান আর্মির জন্য এখানে অবশ্যই জয়ী হতে হবে। তবে সরকারি বাহিনীও পাল্টা বিমান হামলা চালাচ্ছে।’
রাখাইন-ম্যাগওয়ে সীমান্ত এলাকায় সক্রিয় স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, জান্তা বাহিনীর বিমান ও কামান আক্রমণ আরাকান আর্মির জন্য যুদ্ধ পরিস্থিতি জটিল করে তুলেছে।
আরাকান আর্মির নেতৃত্বাধীন বাহিনী গত মাসে অ্যান শহর এবং এর ওয়েস্টার্ন কমান্ড সদর দফতর দখল করার পর অ্যান-পাদান সড়কের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে।
সূত্র : ইরাবতি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা