১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`
যুদ্ধের প্রস্তুতি চীনের!

লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া, সতর্ক ভারতীয় সেনা

লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া, সতর্ক ভারতীয় সেনা - ছবি : পার্সটুডে

ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া ওই আশঙ্কাই উসকে দিচ্ছে।

আজ সোমাবার ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে।

লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করেছে ঝিংজিয়ান সেনা কমান্ডো। এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে।

২০২০ সালের গালোয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সঙ্ঘাতের ফলে দুই দেশের অনেক সেনা নিহত হয়। এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা।

২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞমহল।

ইন্ডিয়া টুডে আরো বলেছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি, ড্রোনসহ আরো নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, চরম সঙ্কটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে। বিষয়টি সামনে আসতেই ভারত সতর্ক অবস্থায় রয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে, সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে : মৎস্য উপদেষ্টা সারের কৃত্রিম সঙ্কটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল : কৃষি উপদেষ্টা কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ গৌরীপুরে ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক বাবরের মুক্তিতে বাধা নেই গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা পোরশায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

সকল