ইসলামবিরোধী মন্তব্যের জন্য কট্টর বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২০
ইসলামবিরোধী মন্তব্যের জন্য কট্টর বৌদ্ধ ভিক্ষু গ্যালাগোদাত্তে জ্ঞানাসরাকে কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। ইসলাম অবমাননা এবং ধর্মীয় ঘৃণা উস্কে দেয়ার অভিযোগে তাকে নয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত প্রদত্ত এই সাজা ২০১৬ সালের একটি মিডিয়া কনফারেন্সের সময় করা মন্তব্যের ভিত্তিতে দেয়া হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে একজন ভিক্ষুকে এভাবে শাস্তি দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করল লঙ্কান আদালত।
জাতীয়তাবাদী গোষ্ঠী বোদু বালা সেনার নেতা জ্ঞানাসরাকে বারবার ঘৃণামূলক অপরাধ এবং মুসলিমবিরোধী সহিংসতার অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।
শ্রীলঙ্কার সংবাদ ওয়েবসাইট নিউজওয়্যার অনুসারে, তাকে ১,৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে অতিরিক্ত এক মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
জ্ঞানাসরা সর্বশেষ সাজার বিরুদ্ধে আপিল করেছেন। কিন্তু প্রক্রিয়া চলাকালীন জামিনের জন্য তার আবেদন খারিজ করে দেয়া হয়।
বৃহস্পতিবার আদালত ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের বিশ্বাসের স্বাধীনতার প্রতি শ্রীলঙ্কার সাংবিধানিক প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে।
উল্লেখ্য, এটি জ্ঞানাসরারকে দেয়া দ্বিতীয় কারাদণ্ড। এর আগে ২০১৮ সালে তিনি আদালত অবমাননা এবং ভয় দেখানোর জন্য ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
সূত্র : মিডল ইস্ট মনিটর