০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মাছের দাম যখন ১৬ কোটি

মোটরসাইকেলের সমান টুনা মাছ, দাম ১৬ কোটি - ছবি : সংগৃহীত

টোকিওর সবচেয়ে বড় মাছের বাজার তোয়োসুতে মোটরসাইকেলের সমান একটি টুনা মাছ প্রায় ১৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৬ কোটি টাকার সমান হবে। ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত নিলামে ওই মাছটি বিক্রি হয়।

মিশেলিন স্টার পাওয়া সুশি রেস্টুরেন্টের মালিক ওনোদেরা গ্রুপ জানিয়েছে, তারা ২৭৬ কেজি ওজনের ব্লুফিন টুনাটি ২০ কোটি ৭০ লাখ ইয়েন মূল্যে কিনে নিয়েছেন। মাছটি আকারে ও ওজনে একটি মোটরসাইকেলের সমান হবে।

এএফপির প্রতিবেদনে জানা যায়, টোকিওর সবচেয়ে বড় মাছের বাজার তোয়াসুতে নতুন বছরের প্রথম সপ্তাহে এই নিলাম আয়োজিত হয়। ১৯৯৯ সাল থেকে বেচাকেনার তথ্য নথিভুক্ত করার পর এটিই কোনো মাছের জন্য পরিশোধ করা দ্বিতীয় সর্বোচ্চ মূল্য।

আর মিশেলিন স্টার পাওয়া সুশি রেস্টুরেন্টের মালিক ওনোদেরা গ্রুপ-ই টানা পাঁচ বছর ধরে এই নিলামে সবচেয়ে দামি মাছটি কেনার কৃতিত্ব ধরে রেখেছে।

ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও নিলামের পর সাংবাদিকদের বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। আমাদের প্রত্যাশা, মানুষ এই মাছটি খাবে এবং অসাধারণ একটি বছর কাটাবে।’

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement