০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার

স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার - ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার শনিবার বলেছে, দেশটির স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে কারাগারে বন্দী প্রায় ৬০০০ কয়েদিকে তারা মুক্তি দেবে। নেপিডো থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়।

২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির জান্তা সরকার গণতন্ত্রমনা হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে।

সামরিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বার্ষিক সাধারণ ক্ষমার আওতায় যাদেরকে মুক্তি দেয়া হবে সেইসব কয়েদিদের মধ্যে আছে ১৮০ জন বিদেশী। তবে কয়েদি এবং বিদেশী নাগরিকদের ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। কেবল এটুকু বলেছে, মানবিক এবং ভালোবাসার জায়গা থেকে তারা এ কাজ করছে।

জান্তা সরকার আরো জানিয়েছে, ১৪৪ জন মানুষ যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল তাদের সাজা কমিয়ে ১৫ বছর করা হবে।

এ বছর মিয়ানমার তার স্বাধীনতার ৭৭ বছর পূর্তি উৎসব উদযাপন করছে। যে স্বাধীনতা তারা অর্জন করেছিল বৃটিশদের কাছ থেকে।

সাধারণ ছুটি এবং ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে মিয়ানমার সরকার প্রায়ই কয়েদিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। গত বছর দেশটির সামরিক সরকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৯ হাজারের বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে।

শনিবার রাজধানী নেপিডোতে ব্যাপক নিরাপত্তার মধ্যে মিয়ানমারের স্বাধীনতার ৭৭ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হয়। সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং অনুষ্ঠানে উপস্থিত না থাকায় মিয়ানমার সেনাবাহিনীর ডেপুটি চিপ সো উইন বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা অস্ত্রধারী গ্রুপগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিৎ।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement