০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের - ছবি : পার্সটুডে

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দু’দেশের মধ্যে। ডেমচক, দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত-চীন। কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করছে চীন। আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

জানা গেছে, হোটান প্রদেশে নতুন দুই কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে চীন। কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছু অংশ ভারতের লাদাখের অধীনে। স্বাভাবিকভাবেই কমিউনিস্ট দেশটির এই আগ্রাসনে ক্ষোভে ফুঁসছে দিল্লি।

ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাংবাদিকদের সাথে সাক্ষাতে তিনি বলেন, ‘আমাদের নজরে এসেছে চীন হোটান প্রদেশে নতুন দুই কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে। কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চীনের এই দখলদারি আমরা কখনই মেনে নেব না।’ কূটনৈতিক স্তরে এই আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে বলেও উল্লেখ করেন রণধীর।

তিনি জানান, ‘চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো বদল হবে না। লাদাখের ওই অংশ আমাদের ছিল আমাদেরই থাকবে। আমরা কূটনৈতিকভাবে চিনের কাছে এই ঘটনার প্রতিবাদ জানাবো।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারতও চীনের ফৌজ। লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই চলে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির ঢাবিতে ২৪৪ কোটি টাকা ব্যায়ে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করলেন অলি, প্রবেশ করলেন স্থায়ী কমিটির সদস্যরা মহিলা ফুটবল লিগে পুল প্রথা! বায়ু দূষণে অসুস্থ-বৃদ্ধ-শিশুদের বাইরে না যাওয়ার পরামর্শ কয়েক বছরের মধ্যে মুসলিমরা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, ভবিষ্যদ্বাণী বিজেপি নেতার হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সরকারের এই মুহূর্তের প্রথম এবং প্রধান ভাবনা আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে : সালাউদ্দিন বাবু ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সম্পাদক ইউসুব

সকল