এক দশক পর সরকারি কর্মীদের বেতন বাড়াল চীন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৬
দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে চীনে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, চলতি মাস থেকে প্রত্যেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মীর বেতন গড়ে ৫০০ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় আট হাজার ১১৮ টাকা) এবং জুনিয়র কর্মকর্তা-কর্মীদের বেতন গড়ে ৩০০ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় পাঁচ হাজার ১০ টাকা) বাড়ানো হবে।
চীনে বর্তমানে সরকারি প্রশাসন ও বিভিন্ন পরিষেবা খাতে কর্মরত মোট কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা চার কোটি ৮০ লাখ।
অর্থনীতিবিদদের মতে, নতুন ঘোষণার পর কর্মকর্তা-কর্মচারীর বেতন বাবদ সরকারের ব্যয় বাড়বে এক হাজার ২০০ কোটি ডলার থেকে দুই হাজার কোটি ডলার।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা