০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

যেভাবে বাঁচলেন দক্ষিণ কোরিয়ার বিমানে থাকা ২ যুবক

বিমান দুর্ঘটনার সেই দৃশ্য - সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনা নিহত হয়েছে ১৭৯ জন। এতে বেঁচে গিয়েছেন ৩২ বছরের লি এবং ২৫ বছরের কওন! দু’জনেই ওই বিমানের ক্রু। কিন্তু সকলের মৃত্যু হলেও কিভাবে প্রাণে বাঁচলেন তারা?

কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিমানের একদম শেষ প্রান্তে বসেছিলেন লি ও কওন। পরিসংখ্যান বলছে, বিমানের শেষ প্রান্তের সিটগুলোই যেকোনো বাণিজ্যিক ফ্লাইটের সবচেয়ে নিরাপদ স্থান।

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ২০১৫ সালে প্রকাশিত একটি পরিসংখ্যানে ৩৫ বছরের যাবতীয় বিমান দুর্ঘটনার তথ্য ঘেঁটে দেখানো হয়, বিমানের পেছন দিকের আসনগুলোতে বসলে দুর্ঘটনার পরেও মৃত্যুর হার তুলনায় কম থাকে। একদম শেষের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা ৩২ শতাংশ, মাঝের আসনগুলোতে ৩৯ শতাংশ এবং সামনের দিকের আসনে মৃত্যুর আশঙ্কা ৩৮ শতাংশ।

তবে ওই রিপোর্টের দাবি, বিমানের পেছনের দিকের মাঝের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে কম থাকে, ২৮ শতাংশ।

মুয়ানে বিমান দুর্ঘটনার পর যখন আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক, তখনই বিমানের শেষ প্রান্ত থেকে কোনো মতে টেনে বের করা হয় লি আর কওনকে। তবে আকস্মিক ধাক্কায় দুর্ঘটনার সব স্মৃতি হারিয়েছেন প্রাণে বেঁচে যাওয়া দুই যুবক।

কী ঘটেছিল ওই বিমানে, কোনো অলৌকিক বলে প্রাণে বেঁচে গেলেন, কিছুই মনে করতে পারছেন না তারা!

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, আঘাতের জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন লি। সোমবার তার জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফেরা ইস্তক আতঙ্কে রয়েছেন তিনি। ‘কিভাবে দুর্ঘটনা ঘটল?’ চিকিৎসকদের প্রশ্নের উত্তরে স্মৃতি হাতড়ানোর চেষ্টা করলেও কিছুই মনে করতে পারছেন না ওই যুবক।

লির মতোই কিছুই মনে নেই কওনের। আপাতত কওনের অবস্থা আশঙ্কাজনক নয়। মাথায়, গোড়ালিতে এবং পেটে চোট পেয়েছেন তিনি। মাথার খুলিতেও চিড় ধরেছে।

রোববার ভোরে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের ওই বিমানটি ব্যাংকক থেকে ফিরছিল। বিমানে ছিলেন ১৭৫ জন যাত্রী এবং ছয় জন ক্রু। মুয়ান শহরে অবতরণের সময়েই ঘটে দুর্ঘটনা। আচমকা বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে চাকা না খোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ধসে পড়ে।

অনেকেই বলছেন, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ‘অন্যতম ভয়ঙ্কর’ বিমান দুর্ঘটনা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল