একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করল দুবাই
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বা পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল আগেই, এবার একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্যও নিষিদ্ধ করল এশিয়ার অন্যতম বাণিজ্যকেন্দ্র দুবাই।
বুধবার (১ জানুয়ারি) থেকে দুবাইয়ে এ আইন কার্যকর করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া প্লাস্টিক পণ্যগুলো হলো একবার ব্যবহারযোগ্য কাপ, প্লেট, চামচ, প্লাস্টিকের টেবিল কভার, স্ট্র পাইপ এবং স্টাইরোফোম ফুড কন্টেইনার।
দুবাইয়ের সরকারি কর্মকর্তারা বলেন, ‘মূলত প্লাস্টিক আবর্জনা ও দূষণ নিয়ন্ত্রণ করতেই এ আইন জারি করা হয়েছে। বিদেশী পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য দুবাইয়ে সম্প্রতি ব্যাপক মাত্রায় বাড়ছিল প্লাস্টিক বর্জ্য। এ বৃদ্ধির মাত্রা এতটাই যে রিসাক্লিংয়ের মাধ্যমেও তা সামাল দেয়া সম্ভব হচ্ছিল না। তাই বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে এ আদেশ জারি করেছেন ক্রাউন প্রিন্স।’
এক কর্মকর্তা বলেন, ‘দোকানদার, ফেরিওয়ালা, স্ট্রটফুড বিক্রেতা এবং রেস্তোরাঁর মালিকসহ সবার সহযোগিতা ব্যতীত এ আইনের সফল বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আশা করছি, সবাই সহযোগিতা করবেন।’
গত ডিসেম্বরের শুরুর দিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধের আদেশ জারি করেছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। সেই আদেশে বলা হয়েছিল, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে দুবাইয়ের কোথাও আর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। এর আগে, এমন এক আদেশ জারি করে পলিথিন ব্যগের ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন তিনি। ২০২৪ সালের জুন থেকে দুবাইয়ে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ।
সূত্র : গালফ নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা