দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৮৫
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৩, আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬
দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ৬২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে।
রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
ন্যাশনাল ফায়ার অ্যাজেন্সি বলেছে, আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে। তবে উদ্ধারকর্মীরা এখনো বিমানের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে বের করার চেষ্টা করছেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন।
বিমানটি কেন দুর্ঘটনায় পড়লো বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি।
তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইয়োনহাপের খবরে বলা হয়েছে।
এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে।
কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়।
আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে।
দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়িসহ অন্তত ৮০ জন ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে কাজ করছে।
সূত্র : আল জাজিরা ও বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা