রাশিয়ার প্রতিরক্ষাব্যবস্থা কাজাখস্তানে সেই বিমান ভূপাতিত করেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী আজারবাইজান এয়ারলাইনসের সেই বিমানটিকে মিসাইলের আঘাতে কাজাখস্তানে ভূপাতিত করেছে বলে ধারণা করেছে আজারবাইজানের তদন্ত কমিটি।
দেশটির একটি সূত্র বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়র্টাসকে জানিয়েছে, তারা প্রাথমিক তদন্তে এ দুর্ঘটনার কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছে।
বুধবার ফ্লাইট জে২-৮২৪৩ কাজাখস্তানের আকতাউ শহরের নিকটে আগুনের গোলায় পরিণত হয়ে বিধ্বস্ত হয়। বিমানটি দক্ষিণ রাশিয়ার এমন একটি অঞ্চল দিয়ে যাচ্ছিল, যেখানে মস্কো নিয়মিত ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রাখে।
যাত্রীবাহী বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে এটি কাস্পিয়ান সাগর পেরিয়ে আকাশপথ থেকে শত মাইল সরে গিয়ে বিপরীত তীরে বিধ্বস্ত হয়।
রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সম্ভবত পাখির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনার ঘটতে পারে।
তবে কেন বিমানটি সাগর পেরিয়ে গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। আকাশপথে নিকটবর্তী রুশ বিমানবন্দর মাখাচকালা বুধবার সকালে বন্ধ ছিল।
আজারবাইজানের তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিমানটি প্যান্টসির-এস নামক রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়। গ্রোজনির দিকে যাওয়ার সময় বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থার (ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম) কারণে এর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
সূত্রটি বলেছে, ‘কেউই মনে করেন না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বাকু আশা করে যে রাশিয়া বিমান ভূপাতিত করার বিষয়টি স্বীকার করবে।’
আরো তিনটি সূত্র নিশ্চিত করেছে যে আজারবাইজানের তদন্ত কমিটি একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিক তদন্ত অনুযায়ী রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিমানটিকে আঘাত করেছে।’
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা রাশিয়াকে আহ্বান জানাই, এ ঘটনায় একটি উন্মুক্ত ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে এবং এর ফলাফল মেনে নিতে।’
কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী কানাত বোজিমবায়েভ বলেছেন, তিনি এ মুহূর্তে নিশ্চিত করতে পারছেন না যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিমানটিকে ভূপাতিত করেছে।
যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই এলাকার কাজাখ পরিবহন প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
রয়টার্সের রিপোর্ট প্রকাশের আগে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিমানটিকে ভূপাতিত করেছে এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘তদন্তের ফলাফল প্রকাশের আগে কোনো ধারণা করা ঠিক হবে না।’
দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন এবং বেঁচে গেছেন ৩২ জন।
সূত্র : রয়টার্স