কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্ত, নিহত ৩৮
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০১
কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় তার সফর সংক্ষিপ্ত করেছেন। সেখানে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএসভুক্ত দেশগুলোর এক অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল তার। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বয়ে এই জোট গঠিত।
কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানায়, বাকু-গ্রোজনি রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ আজ বুধবার আকতাও শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহজটি আজারবাইজানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের।
ওই বিমানে আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাগরিকরা ছিলেন বলেও আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা