২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তুরস্কে বিস্ফোরক কেন্দ্রে বিস্ফোরণে ১২ জন নিহত

- ছবি : বাসস

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন।

গভর্নর ইসমাইল উস্তাগ্লু বেসরকারি টেলিভিশন এনটিভিকে জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে।’

ভিডিও ফুটেজে বিস্ফোরক কেন্দ্রে কাঁচের টুকরা ও ধাতব পদার্থ পড়ে থাকতে দেখা গেছে।

গভর্নর আরো বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে বালিকিসির জেলার কারেসি’তে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে গেছে। প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement