দখল হারানোর ৩০ বছর পর নিজেদের সদর দফতর উদ্ধার মিয়ানমারের বিদ্রোহীদের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
দখল হারানোর ৩০ বছর পর নিজেদের সদর দফতর উদ্ধার করেছে মিয়ানমারের বিদ্রোহীরা। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীর নেতা সাও থামাইন তুন এই দাবি করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েক দিনের লড়াইয়ের পর থাইল্যান্ড সীমান্তের ম্যানারপ্লাতে অবস্থিত সদর দফতরের দখল নিয়েছেন কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) যোদ্ধারা। জান্তা সৈন্যরা এখনো এটির দখল ফিরে পেতে চায়। সেজন্য তারা ড্রোন ব্যবহার করে আমাদের সৈন্যদের ওপর বোমা ফেলার চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমাদের সৈন্যরা ইতোমধ্যে ঘাঁটিটির দখল নিয়েছেন।’
উল্লেখ্য, মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কেএনইউর কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের সদর দফতর ও মিয়ানমারের তৎকালীন জান্তার বিরোধিতাকারী অন্যান্য ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের আবাসস্থল হিসেবে ম্যানারপ্লা ব্যবহৃত হয়ে আসছে। কারেন সংখ্যালঘুদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে মিয়ানমারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়ছে গোষ্ঠীটি।
সূত্র : এএফপি ও অন্যান্য