ইয়েমেনের হাউছিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮, আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
মার্কিন বাহিনী সোমবার ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের কমান্ড এবং নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি বিদ্রোহীরা সমন্বিত আক্রমণ চালানোর জন্য এসব স্থাপনা ব্যবহার করে আসছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হাউছি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলের প্রাণঘাতী যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের উগ্রবাদী গোষ্ঠীগুলো যৌথভাবে মার্কিন নৌ-বাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে।
এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন ও তাদের জোট কর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হাউছিদের হামলা থেকে রক্ষার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।’
ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে, গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য তারা একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এসব হামলা চালিয়ে আসছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা