প্রেসিডেন্টের অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার ক্ষমসতাসীন দলের প্রধানের পদত্যাগ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২১
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হ্যান ডং-হুন। দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেশটির জাতীয় সংসদ অভিশংসন করার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সোমবার হ্যান ডং-হুনের পদত্যাগের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নেটওয়ার্ক এবিসি নিউজ।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে হ্যান ডং বলেন, ‘আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’
তিনি জানান, তার দলের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে সমর্থন দিয়ে তিনি অনুতপ্ত নন।
হ্যান ডং বলেন, ‘দলের স্থায়ী কমিটি কার্যত ধসে পড়েছে। যার ফলে আমার দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসন বেদনাদায়ক ছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই।’
২৩ জুলাই দলের জাতীয় সম্মেলনে পিপলস পাওয়ার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন হ্যান ডং। পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।
এর আগে দলের ইওলপন্থী নেতা-কর্মীরা তার পদত্যাগের দাবি করলেও তিনি তখন রাজি হননি। ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা দাবি করেছেন, ইউনের অভিশংসন প্রক্রিয়ার জন্য হ্যান ডংকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা