০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

- ছবি : ইউএনবি

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনো ছয়টি প্রদেশ পানিতে নিমজ্জিত রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় থাইল্যান্ডের ১০টি প্রদেশের ৬ লাখ ৬৪ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৯ হাজার বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

থাই সরকারের ডেপুটি মুখপাত্র সাসিকর্ন ওয়াথানাচান জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে আর্তদের সহায়তায় দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ জোরদার, জনস্বাস্থ্য কর্মী ও পরিবহনের পাশাপাশি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাঝারি মাত্রার উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং দক্ষিণ চীন সাগরের নিম্নাঞ্চল, দক্ষিণ থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপর দিয়ে অগ্রসর হওয়া একটি নিম্নচাপের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলের নিম্ন এলাকার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের আগামী কয়েকদিন আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল