রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : উত্তর কোরিয়ার নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১৮:৩৩
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে কিয়েভ। ওই অস্ত্র থেকে আত্মরক্ষার জন্য লড়াইয়ের অধিকার আছে রাশিয়ার।
শুক্রবার (৩০ নভেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বাধ্য করেছে। সেজন্য রাশিয়ার উচিৎ প্রতিপক্ষকে যথাযথ জবাব দেয়া।
কিমের সূত্রে কেসিএনএ বলেছে, আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদীদের নেয়া পদক্ষেপ থেকে নিজ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ সর্বদা রুশ ফেডারেশনের নীতিকে সমর্থন করবে।
উল্লেখ্য, গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে কিম জং উন যে ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তার আওতায় সামরিকসহ সকল ক্ষেত্রে রাশিয়ার সাথে সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। ওই সময় দুই দেশের মাঝে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়।
সূত্র: রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা