২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্নীতি মামলায় খালাস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক - ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবি’র অর্থ আত্মসাৎ ও পাচার সংক্রান্ত মামলা থেকে খালাস পেয়েছেন। মামলার আরো এক আসামি দেশটির অর্থমন্ত্রী জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহকেও আজ বুধবার আদালত অব্যাহতি দিয়েছেন।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ‘এমডিবি’ নামে পরিচিত এই রাষ্ট্রীয় তহবিলটি ২০০৯ সালে গঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

কিন্তু ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের ৪৫০ কোটি ডলার খোয়া যায়। নাজিবের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যাহার এবং বয়েকজন প্রভাবশালী সরকারি কর্মকর্তার যোগসাজশে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন।

২০১৮ সালে নাজিবকে প্রধান আসামি করে নিম্ন আদালতে মামলা দায়ের হয়। ২০২০ সালে নিম্ন আদালত মামলার রায় দেন। রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ৪৪৭ কোটি ৭২ লাখ টাকা জরিমানা করা হয়। অপর আসামি ইরওয়ানকেও একই দণ্ডে দণ্ডিত করা হয়। নিম্ন আদালতের মামলার রায় উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টও বহাল রাখেন।

পরে, শেষ চেষ্ঠা হিসেবে চলতি বছরের জানুয়ারিতে রাজার কাছে দুই জনই ক্ষমা প্রার্থনার আবেদন করেন। রাজার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের যে পরিষদ আছে সেখানে দেশের এটর্নি জেনারেল এবং অন্যান্য কর্মকর্তারা থাকেন। তারা মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকেন।

এই পরিষদের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। নাজিবের আইনজীবীরাও এই ব্যাপারে খোলামেলা কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে, রাজার হস্তক্ষেপেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
সূত্র : টাইমস অব মালয়েশিয়া


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল