২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবারো তাইওয়ানের আকাশে চীনা নজরদারি বেলুন

- ছবি : ভয়েস অব আমেরিকা

আবারো তাইওয়ানের আকাশে তিনটি চীনা নজরদারি বেলুন শনাক্ত করা হয়েছে। এপ্রিলের পর থেকে প্রথম এমন বেলুন দেখা গেছে। বেইজিং তাইওয়ানের সার্বভৌমত্বের ওপর চীনের দাবি মেনে নেয়ার জন্য তাইপের ওপর চাপ অব্যাহত রেখেছে।

কমিউনিস্ট চীন গণতান্ত্রিক তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং এটিকে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ ত্যাগ করতে অস্বীকার করেছে।

সামরিক চাপ অব্যাহত রাখতে বেইজিং নিয়মিতভাবে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ, মাঝে মাঝে বেলুন মোতায়েন করে।

তাইওয়ানের আশপাশে চীনের সামরিক উপস্থিতির দৈনিক তথ্য প্রকাশকারী প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে কিলুং শহর থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ হাজার ৫৮ মিটার উচ্চতায় সর্বশেষ বেলুনটি দেখা যায়।

মন্ত্রণালয়টি জানিয়েছে, জাহাজটি দ্বীপটির বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে রাত সোয়া ৮টার দিকে নিখোঁজ হয়ে যায়।

সোমবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলুনের পাশাপাশি সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাইওয়ানের আশপাশে ১২টি চীনা সামরিক বিমান ও সাতটি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তাইওয়ান ও চীনকে বিভক্তকারী স্পর্শকাতর পানিসীমা অতিক্রম করে বেলুন উড়েছে। তাইওয়ান বেলুনগুলোকে ‘গ্রে জোন’ হয়রানির একটি রূপ হিসেবে অভিহিত করেছে।

এর আগে, তাইওয়ানের ওপর বেলুন পাঠানোর অভিযোগ প্রত্যাহার করে চীন অভিযোগ করেছিল, তাইপে মূল ভূখণ্ডের সাথে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করছে।

২০২৩ সালের গোড়ার দিকে চীন থেকে আসা বেলুনগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, ওই সময় যুক্তরাষ্ট্র একটি গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করে।

বিশাল আকারের ইলেক্ট্রনিক্স সামগ্রী বহনকারী বেলুনটি যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক স্থাপনার ওপর দিয়ে উড়ে যায়। যুক্তরাষ্ট্র বেইজিং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য হাতিয়ে নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে।

বেইজিং বলছে, এটি একটি পথভ্রষ্ট বেসামরিক বিমান ছিল।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সকল