০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধূসহ ১৪ জন নিহত

পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধূসহ ১৪ জন নিহত - সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নববধূসহ ১৪ জন নিহত হয়েছে।

বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ কথা জানায়।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ জন বরযাত্রী ছিল।

উদ্ধারকারী দলের কর্মকর্তা ওয়াজির আসাদ আলী জানান, ‘বাসটিতে ২৫ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জন এখনো নিখোঁজ রয়েছে।’

তিনি আরো বলেন, তার ধারণা যে একমাত্র বরই জীবিত আছেন।

পার্বত্য অঞ্চলের পুলিশের সিনিয়র এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement