১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক - সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ডাকে চলতি সপ্তাহে দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অসন্তোষের মধ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী রূপরেখা তুলে ধরে জয়ী হন অনুরা কুমারা দিশানায়েক।

বর্তমানে ২২৫ সদস্যের সংসদে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের মাত্র তিনটি আসন রয়েছে। যা দুর্নীতি মোকাবিলা এবং শ্রমিক শ্রেণির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত পরিবর্তন আনতে তার ক্ষমতাকে সীমিত করে।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েক যে দৃঢ় সমর্থন পেয়েছিলেন বৃহস্পতিবারের নির্বাচনে তা সম্ভবত বজায় থাকবে।

একেডি নামে পরিচিত ৫৫ বছর বয়সী প্রেসিডেন্ট প্রতিশ্রুত সংস্কারগুলো পাস করাতে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা চাইছেন। বর্তমানে শ্রীলঙ্কা ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা- এতে প্রধানমন্ত্রী হরিন্নি আমারাসুরিয়া এবং দু’জন মন্ত্রী রয়েছেন। শ্রীলঙ্কাতে শুধু আইনপ্রণেতাদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া যায়।

দু’বছর আগের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে দেশটি। যদিও সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দুই দশমিক নয় বিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর অর্থনীতিকে স্থিতিশীল করার কৃতিত্ব দেয়া হয়। তবে তিনি যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তা প্রধানত সরকারি ভর্তুকির অবসান ঘটায়। এর ফলে খাদ্য ও জ্বালানির ভয়াবহ মূল্য বাড়ে, যা লাখ লাখ শ্রীলঙ্কানের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দিশানায়েক বলেন, ঋণ সুরক্ষিত করার জন্য আরোপিত কৃচ্ছসাধন ব্যবস্থা সহজ করার জন্য তিনি আইএমএফ বেইলআউট প্যাকেজের শর্তাবলী নিয়ে নতুন করে আলোচনা করবেন।

গত দু’দশক ধরে শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশটির শক্তিশালী রাজাপাকসে রাজনৈতিক রাজবংশ পার্লামেন্ট নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।

অর্থনীতি ভেঙে পড়ার সময় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করা হয়। অন্যান্য বিষয়ের পাশাপাশি দুর্নীতির দায়ে দোষীদের শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিলো মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না : কাজী মফিজুর তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যা বললেন ট্রাম্প সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে

সকল