২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৪৩

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৪৩ - ছবি : আনন্দবাজার পত্রিকা

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৪৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সোমবার সন্ধ্যায় চীনের ঝুহাইয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ঝুহাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলের শহর ঝুহাইয়ের একটি ক্রীড়াকেন্দ্রের বাইরে জড়ো হয়েছিলেন এক দল মানুষ। এ সময় বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে তাদের কয়েকজনকে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এছাড়া আরো অনেকেই আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ওই গাড়ির চালককে ইতোমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। ৬২ বছরের ওই বৃদ্ধ ঝুহাইয়েরই বাসিন্দা। জানা গেছে, এ সময় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি। শেষমেশ পুলিশ কোনো মতে তাকে থামায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কিভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখন পর্যন্ত জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটিয়েছেন বৃদ্ধ, তা-ও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে ঝুহাই পুলিশ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংও আহতদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement