০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সহযোগিতার আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো এবং চীনের শি জিনপিং বেইজিং - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সাথে সংঘাতের বদলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

এর আগে, রোববার চীনের রাজধানীর একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়ে তিনি ১০ বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে সাক্ষর করেন।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং ‘সভ্যতার শক্তিতেও’ বলিয়ান হচ্ছে এবং চীনের এই যাত্রায় তার দেশও অংশীদার হতে চায়।’

তিনি বলেন, ‘আমাদেরকে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে প্রকাশ পায়, এই আধুনিক যুগে সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই শান্তি ও প্রগতির পথ খুলে দেয়।’

এশিয়া-প্যাসিফিক সম্মেলন
তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণের পর সুবিয়ান্তো তার প্রথম বিদেশ সফরের প্রথম গন্তব্য ছেড়ে এবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকার চীনের উত্থানের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।

এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ও জি২০ সম্মেলনে যোগ দিতে যথাক্রমে পেরু ও ব্রাজিলে যাবেন।

তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দু’দেশের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে একমত হয়েছেন।

রাজনীতি, অর্থনীতি, নৌ ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তাকে দু’দেশের সহযোগিতার পঞ্চম ‘স্তম্ভের’ মর্যাদায় উন্নীত করেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে জানা গেছে, ২০২৫ সালে প্রথম বারের মতো এই দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা একইসাথে বৈঠকে অংশ নেবেন।

সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং আমরা পৃথিবীর সব বড় বড় ক্ষমতাধর দেশের প্রতি সম্মান জানিয়েছি।’

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল