২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সহযোগিতার আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো এবং চীনের শি জিনপিং বেইজিং - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সাথে সংঘাতের বদলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

এর আগে, রোববার চীনের রাজধানীর একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়ে তিনি ১০ বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে সাক্ষর করেন।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং ‘সভ্যতার শক্তিতেও’ বলিয়ান হচ্ছে এবং চীনের এই যাত্রায় তার দেশও অংশীদার হতে চায়।’

তিনি বলেন, ‘আমাদেরকে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে প্রকাশ পায়, এই আধুনিক যুগে সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই শান্তি ও প্রগতির পথ খুলে দেয়।’

এশিয়া-প্যাসিফিক সম্মেলন
তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণের পর সুবিয়ান্তো তার প্রথম বিদেশ সফরের প্রথম গন্তব্য ছেড়ে এবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকার চীনের উত্থানের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।

এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ও জি২০ সম্মেলনে যোগ দিতে যথাক্রমে পেরু ও ব্রাজিলে যাবেন।

তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দু’দেশের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে একমত হয়েছেন।

রাজনীতি, অর্থনীতি, নৌ ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তাকে দু’দেশের সহযোগিতার পঞ্চম ‘স্তম্ভের’ মর্যাদায় উন্নীত করেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে জানা গেছে, ২০২৫ সালে প্রথম বারের মতো এই দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা একইসাথে বৈঠকে অংশ নেবেন।

সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং আমরা পৃথিবীর সব বড় বড় ক্ষমতাধর দেশের প্রতি সম্মান জানিয়েছি।’

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী পল্লী বিদ্যুতের সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান হেফাজত আমিরের ঢাকায় ব্যাটারিচালিতরিকশা বন্ধ করা কতটা কঠিন? শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২ আগামী বছর রোহিঙ্গা বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত জাতিসঙ্ঘের

সকল