চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, দেশটির জান্তা নেতা মিন আউং হ্লাইং আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে চীন সফর করবেন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর প্রভাবশালী প্রতিবেশী দেশে এটাই তার প্রথম সফর।
অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। এমনকি চীনের সীমান্তবর্তী এলাকাগুলোতেও পরিস্থিতি স্থিতিশীল নয়। এর কারণ, সশস্ত্র প্রতিরোধ বাহিনী ও প্রতিষ্ঠিত সংখ্যালঘু জনজাতির মিলিশিয়া সামরিক সরকারের থেকে বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।
এমআরটিভি বলেছে, বৃহত্তর মেকং উপ-অঞ্চল (গ্রেটার মেকং সাব-রিজিয়ন) এবং আয়েয়াদি-চাও ফ্রায়া-মেকং অর্থনৈতিক সমন্বয় কৌশল শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মিন আউং হ্লাইং। ৬ ও ৭ নভেম্বরে কুমিং শহরে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সাথে বৈঠকে অংশ নেবেন তিনি।
জান্তা প্রধানের প্রসঙ্গে এই সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘চীনের কর্তৃপক্ষের সাথে তিনি সাক্ষাৎ ও আলোচনা করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি কাজ করবেন।’
মিয়ানমারে কৌশলগত অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের। এর মধ্যে রয়েছে এই দেশের মধ্য দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের পাইপলাইন এবং বঙ্গোপসাগরে পরিকল্পিত গভীর সমুদ্র বন্দর।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা