০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৩৫

- ছবি : ভয়েস অব আমেরিকা

সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় ৩৫ জনের বেশি নিহত হয়েছেন।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর একাধিক শিবিরে আঘাত হানে।

সোমবার সন্ধ্যায় সিরিয়ার মধ্যাঞ্চলে এই বিমান হামলাটি সম্পন্ন করা হয় এবং একাধিক স্থান ও এই গোষ্ঠীর শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে এই আক্রমণ চালানো হয়।

পেন্টাগন কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেটটি ওই অঞ্চলে হুমকি হয়ে রয়েছে, তবে তারা ১০ বছর আগে যেমন শক্তিশালী ছিল এখন আর তেমনটি নেই।

ওই সময়ে ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ার বিরাট অংশের নিয়ন্ত্রণ করে নেয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, সিরিয়ায় এই সর্বসাম্প্রতিক আক্রমণটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী এবং অসামরিক লোকজনের ওপর আক্রমণ চালানোর জন্য গোষ্ঠীটির পরিকল্পনা ও সংগঠিত হবার ক্ষমতাকে খর্ব করবে।

তারা বলেছে, অসামরিক কোনো ব্যক্তির হতাহত হবার কোনো আভাস পাওয়া যায়নি।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement