রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য ১০ হাজার সেনা পাঠালো উত্তর কোরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২৪, ১৩:১৭
রাশিয়ার পক্ষে যুদ্ধ করা জন্য ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (২৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই দাবি করে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য মোতায়েন করা উত্তর কোরিয়ার অন্তত ১০ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। তারা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করার আশঙ্কা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধের আরো বিপজ্জনক সম্প্রসারণ ঘটতে পারে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার মোতায়েন করা সৈন্য সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। পিয়ংইয়ংয়ের এই সামরিক হস্তক্ষেপের ফলে উল্লেখযোগ্যভাবে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
সাবরিনা সিং বলেন, আমরা বরাবরই আশঙ্কা করছি যে রাশিয়া এই সৈন্যদের যুদ্ধে ব্যবহার করবে। অথবা ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক ওব্লাস্টে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অভিযানকে সমর্থন করতে চাইবে।
এদিকে, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন এবং এ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর শক্ত অবস্থান থাকার বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে ন্যাটো।
সোমবার (২৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। বৈঠকের পর তিনি জানান, কয়েক সপ্তাহের গোয়েন্দা প্রতিবেদনের পর সৈন্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত ন্যাটো প্রধান এই সৈন্য মোতায়েনকে ‘উল্লেখযোগ্যভাবে উত্তেজনা বৃদ্ধি’ এবং ইউক্রেন যুদ্ধের ‘বিপজ্জনক সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা