২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

এলডিপির নির্বাচনী প্রধানের পদত্যাগ

এলডিপির নির্বাচনী প্রধানের পদত্যাগ - ছবি : বাসস

জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনী প্রধান শিনজিরো কোইজুমি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে’র সূত্রে টোকিও থেকে সিনহুয়া সোমবার এ খবর জানায়।

রোববারের সাধারণ নির্বাচনে দলের হতাশাব্যঞ্জক ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে তার এই পদক্ষেপকে দেখা হচ্ছে। নির্বাচনে নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে এলডিপি মাত্র ১৯১টি আসন পেয়েছে।

জাপানের ক্ষমতাসীন জোট এলডিপি ও এর অংশীদার কোমেইতোসহ মোট আসনের সংখ্যা ২১৫টি। সাধারণ নির্বাচনে এই আসন সংখ্যা গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে কম হওয়ায় সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

এনএইচকে জানায়, পার্টির সদর দফতরে মিডিয়াকে সম্বোধন করে শিনজিরো কোইজুমি বলেন, নির্বাচনের ফলাফলের জন্য নির্বাচনী প্রধানের দায়িত্ব নেয়া স্বাভাবিক, ইশিবা পদত্যাগপত্র গ্রহণ করেছেন উল্লেখ করে এনএইচকের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে উদ্ধৃত করে জানায়, রাজনৈতিক অর্থায়ন কেলেঙ্কারির সাথে সম্পর্কিত চলমান সমস্যাগুলোর নির্বাচনী পরাজয়ের কারণ বলে স্বীকার করে নিয়ে শিনজিরো বলেন, ‘এলডিপিকে অবশ্যই পরিবর্তিত হতে হবে। ভোটারদের রায়ের প্রতিক্রিয়া দলটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে।’

ইতোপূর্বে তিনি পার্টির সভাপতিত্বের দায়িত্বে থাকা সত্ত্বেও নতুন প্রশাসন প্রতিষ্ঠার পর ইশিবার নেতৃত্বে কোইজুমিকে নির্বাচনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার আ’লীগের আমলে স্বৈরাচার বাদে সবাই ছিলেন মাজলুম : মুফতি আমীর হামজা ‘ফ্রান্স-বাংলাদেশ সম্ভাব্য রাফাল চুক্তি নিয়ে প্রতিবেদনটি অসত্য’ আ’লীগের লগি-বৈঠার তাণ্ডব : বান্দরবানে জামায়াতের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদ ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিট পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও‌ আবু সাঈদের গল্প নির্বাচনের মাধ্যমে গণ-আন্দোলনের পূর্ণতা পাবে : মঈন খান সৌদির বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ইউনূসের শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

সকল