২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

জাপানে ক্ষমতাসীন দলের পরাজয়

শিগেরু ইশিবা - সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যা এক দশকের মধ্যে তাদের সবচেয়ে খারাপ ফলাফল।

জাপানের নিম্নকক্ষ ডায়েটে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে পেতে হবে ২৩৩টি আসন। কিন্তু এলডিপি এবং তার জোটের অংশীদার- ক্ষুদ্র জোট সঙ্গী কোমেইটোসহ একসাথে ২১৫টি আসন পেয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কয়েক দিন আগে এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা এই নির্বাচন ডেকেছিলেন। কিন্তু তার দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এখন তার রাজনৈতিক ভবিষ্যতকে প্রশ্নবিদ্ধ করেছে।

শনিবার এক সমাবেশে ইশিবা সমর্থকদের বলেন, ‘আমরা একটি ন্যায্য, ন্যায়পরায়ণ ও আন্তরিক দল হিসেবে নতুন করে শুরু করতে চাই এবং আপনাদের ম্যান্ডেট চাই।’

জাতীয় সম্প্রচারকারী এনএইচকেকে ইশিবা বলেন, ‘ভোটাররা আমাদের একটি কঠোর রায় দিয়েছেন এবং আমাদের এই ফলাফলকে বিনীতভাবে মেনে নিতে হবে।’

২০০৯ সালের পর এই প্রথম এলডিপি তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি প্রায় একটানা দেশ শাসন করেছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement