২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

মিয়ানমারে নৌকাডুবি, ১১ জনের লাশ উদ্ধার

মিয়ানমারে নৌকাডুবি, ১১ জনের লাশ উদ্ধার - ছবি : বাসস

মিয়ানমারের দক্ষিণ উপকূলে আন্দামান সাগরে প্রায় ৩০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অন্য যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক ভিক্ষু জানিয়েছেন, ‘আমরা গতরাতে ১০ জন এবং আজ সকালে আরো একজনের লাশ পেয়েছি। গতকাল রোববার সন্ধ্যায় নৌকাটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছিল।’

ইয়াংগুন থেকে এএফপি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভিক্ষু সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বলেছেন, নৌকাটিতে বেশিরভাগ ছাত্র ছিল। এসব ছাত্র দুই সপ্তাহের বিরতির পর গ্রাম থেকে মাইক শহরে ফিরছিল।

তিনি বলেন, ‘নৌকাটি রোববার স্থানীয় সময় রাত ৯টায় অনেক দেরিতে ফিরছিল। ফলে ধারণ ক্ষমতার অতিরিক্ত বহনের কারণে সেটি ডুবে গিয়েছিল।’

তিনি আরো বলেন, গ্রামবাসীরা উদ্ধার করা ১১টি লাশের দাহ সম্পন্ন করেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।

ভিক্ষু জানিয়েছেন, উদ্ধারকৃত লাশের মধ্যে কোনো ছাত্র ছিল না।

পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় মিয়ানমারে নৌ দুর্ঘটনা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
উপকূলরেখা এবং নদী বরাবর লোকদের বহনকারী জাহাজগুলো প্রায়ই বিপজ্জনকভাবে ভিড় করে এবং দুর্ঘটনায় নিহতের সংখ্যাও বিস্ময়কর। সবগুলো লাশ উদ্ধার করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হজের টাকা প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ লিড ভাঙার পথে দক্ষিণ আফ্রিকা হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল যৌথ মহড়ার জন্য রাশিয়ার নৌবাহিনীর জাহাজ মিয়ানমারে ১১ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ৫ হাজারেব বেশি সন্ধ্যায় লেবানন থেকে ফিরছে ৫৪ বাংলাদেশী ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে, জনগণ সজাগ ষড়যন্ত্র সফল হবে না : হামিদুর রহমান আযাদ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত নিয়োগ আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে হেলায় হারাতে চাই না : মেজর হাফিজ চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা

সকল