১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

আফগানিস্তানের তিনটি প্রদেশে মানুষসহ জীবন্ত কোনো প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ

আফগানিস্তানের তিনটি প্রদেশে মানুষসহ জীবন্ত কোনো প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ - ছবি : সংগৃহীত

তালেবান আফগানিস্তানের তিনটি প্রদেশে মানুষসহ‌ যেকোনো জীবন্ত প্রাণীর ছবি প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তালেবানের একজন কর্মকর্তা এ সপ্তাহে বলেন, তাখার, কান্দাহার ও মায়দান ওয়ার্দাক প্রদেশগুলোকে জীবন্ত কিছুর ছবি দেখানো বন্ধ করতে বলা হয়েছে।

ভয়েস অফ আমেরিকাকে বিশেষজ্ঞরা বলেন, তালেবান স্থানীয় মিডিয়ার লোকজনের সাথে দেখা করেছে এবং বলেছে যে এই নিয়মটি তাদের ক্ষেত্রেও প্রয়োজ্য।

ন্যায়প্রচার ও অন্যায় রোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, নতুন নৈতিকতা আইনের অংশ হিসেবে এই আদেশটি গোটা দেশেই আরোপ করা হবে।

তিনি ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই আইন সমস্ত আফগানিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

মুখপাত্রটি আরো বলেন, তালেবান জনগণকে এ কথা বুঝাবে যে জীবন্ত কোনো কিছুর ছবি তোলা ইসলামী আইনের পরিপন্থী।

সাউথ এশিয়ান এসোসিয়েশন অফ রিপোটার্স ক্লাব এবং জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ গ্রান ভয়েস অফ আমেরিকা বলেছেন, নতুন এই সব নির্দেশ মিডিয়ার জন্য দুশ্চিন্তার বিষয়।

আফগান সাংবাদিক গোলাম জিলানি জোয়াক ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এ ধরণের নিষেধাজ্ঞা ‘নজিরবিহীন’ এবং অন্য কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমন নিষেধাজ্ঞা নেই।

জোয়াক বলেন, ‘আমার মনে হয়’ এর কারণ (তালেবান সরকার) কর্তৃত্ববাদী সরকার। তারা মত প্রকাশের ও সংবাদপত্রের স্বাধীনতাকে ভয় পায়, কাজেই তারা মিডিয়ার উপর এ রকম নিষেধাজ্ঞা আরোপ করে’।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement