১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

তাইওয়ান ইস্যু : ভারতের প্রতি চীনের হুঁশিয়ারি

চীনা মুখপাত্র - ছবি : সংগৃহীত

চীন সরকার তাইওয়ান ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। ভারতের মুম্বাইয়ে তাইওয়ান কনস্যুলেট অফিস খোলার পর এই হুঁশিয়ারি দেয়া হলো।

নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তাইওয়ানের সাথে যেকোনো দেশের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন।

১৬ অক্টোবর ভারতে নিজেদের তৃতীয় কন্স্যুলেট অফিস খুলেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি রিপোর্ট করেছে যে, এ ছাড়া নয়া দিল্লি ও চেন্নাইয়ে আছে তাদের দুটি অফিস।

চীনা মুখপাত্র মাও নিং আরো বলেছেন, এক চীন নীতিতে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় পক্ষ। চীন ও ভারতের সম্পর্কের ভিত্তি হলো এই নীতি। প্রতিশ্রুতিকে কঠোরভাবে মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

তাইওয়ান সংশ্লিষ্ট বিষয় বিচক্ষণতা ও যথাযথভাবে মোকাবেলা করার আহ্বান জানায় চীন। তাইওয়ানের সাথে যেকোনো রকম সরকারি বিনিময় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : পার্স টুডে


আরো সংবাদ



premium cement