আত্মচিৎকার
- মীর আহনাফ লাবিব সুনান
- ১০ আগস্ট ২০২৪, ০৮:১৩
চিৎকার করো ছাত্ররা, দেখি কতদূর গলা যায়,
সাধারণের শুধু মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা দায়।
যে আলো, মনের আলো, তাও আজ বাধা,
রাক্ষসে তা আটকে রেখেছে ভেবেছে মোরা গাধা?
আজ সকলেই মিলে হয়েছে এক জয় ছিনিয়ে আনতে,
রাক্ষস তার বাহিনী নিয়ে প্রস্তুত সদা সাধারণকে দমাতে।
নিত্য নতুন নাটকের সাজে ছেয়ে যায় টিভির পর্দা,
মন খুলে কিছু বলতে গেলে হয়ে যায় মোরা গাদ্দার।
এ কেমন এক স্বাধীনতা? স্বাধীনতা তো নয়,
হাজারো ছাত্র গিলেছে রাক্ষস, কেউ কি কিছু কয়?
অসহায়ের মতো দেখছে সকলে কওয়ার সাহস নাই।
চলো সকলে একসাথে হয়ে ব্রতী নেই মোর ভাই,
দেশকে সংস্কার করেই মোরা শান্তি বর্ষাতে চাই।
থামবে না ভাই, থামবে না বোন আজ জাগরণের দিন।
ঘুম থেকে ওঠো সকল সাধারণ, হলো যে ওঠার দিন,
মাতৃভূমির দরকারে আজ ছাত্রদের সাথ দিন।
একদিন ঠিকই উদিত হবে বিজয়ের সূর্য।
একদিন ঠিকই ইতি নেবে সেই রাক্ষসেরই গল্প।
সেদিন মোরা গর্বিত হয়ে বলতে পারব ভাই,
অত্যাচারীর দমন হয়েছে খুশির ঠাঁই নাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা