বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী
- ২৮ এপ্রিল ২০২৪, ১৩:৩১
বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডা।
রোববার আলাদিন্স পার্ক অ্যান্ড ওয়াটার রিসোর্টে মাস্তুল আবাসন প্রকল্পের পৃষ্ঠপোষকতায় প্রচণ্ড গরমের মধ্যেও এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে ও কবি আমিনুল ইসলামের সঞ্চালনায় আসরে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক আবেদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও প্রিন্সিপাল সালাহউদ্দিন সুমন।
লেখা পাঠ, অনুভূতি প্রকাশ, পাঠ পর্যালোচনা ও সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন আমিনুল ইসলাম, তাজ ইসলাম, মুন্সি বোরহান মাহমুদ, ইয়াকুব বিশ্বাস, হাসনাইন ইকবাল, লোকমান হোসেন জীবন, লিয়াকত আলী, আল নাহিয়ান, সাদী মিনহাজ, নোমান সাদিক, মুজাহিদুল ইসলাম, মাজেদুর হাসু, এম আর জিহাদ, শাহাদাত ফাহিম, নাজির হোসেন খান, তরিকুল ইসলাম, সাগর হাওলাদার, ওয়াজকুরুনী সিদ্দিকী, আহসানুল ইসলাম বাবুল, কামরুজ্জামান, আজরা, আউফ, সাইফ হাওলাদার প্রমুখ।
শেষে প্রধান অতিথির পক্ষ থেকে সবার হাতেই উপহার হিসেবে তুলে দেয়া হয় একগুচ্ছ বই।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা