১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের ‘সাহিত্য আড্ডা ও ইফতার’ মাহফিল

বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের ‘সাহিত্য আড্ডা ও ইফতার’ মাহফিল - ছবি : নয়া দিগন্ত

বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের ‘সাহিত্য আড্ডা ও ইফতার’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মিরপুরের একটি মিলনায়তনে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন বিপরীত উচ্চারণের সভাপতি কবি আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইয়াকুব বিশ্বাস।

সঞ্চালনা করেন কবি হাসনাইন ইকবাল এবং পঠিত লেখাসগুলোর ওপর আলোচনা করেন কবি তাজ ইসলাম।

কবি সাহিত্যিকদের মধ্যে লেখা পাঠে অংশ নেন আমিনুল ইসলাম, তাজ ইসলাম, হাসনাইন ইকবাল, ইয়াকুব বিশ্বাস, সুমন রায়হান, মাজেদুর রহমান হাসু, আলী আহমদ সেরনিয়াবাত, লোকমান হোসেন জীবন, শাহাবুদ্দিন, সাগর হাওলাদার, হেলাল উদ্দিন ও শাহাদাত ফাহিম।
এছাড়া সঙ্গীত পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম ও সাইফ হাওলাদার।


আরো সংবাদ



premium cement