১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিপরীত উচ্চারণের মিলনমেলা অনুষ্ঠিত

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বিপরীত উচ্চারণের মিলনমেলা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মিরপুর সংস্কৃতি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি সংগঠন বিপরীত উচ্চারণের মিলনমেলা।

শনিবার বিভিন্ন স্পট পরিদর্শন শেষে ধামরাই আলাদিন্স পার্ক সংলগ্ন একটি হলে জমে ওঠে ঝলমলে এক সাহিত্য আড্ডা।

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে এবং বিপরীত উচ্চারণের সভাপতি কবি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শিল্পী আকরাম মুজাহিদ, কবি শহীদ সিরাজী ও কবি মুন্সী বোরহান মাহমুদ।

অনুষ্ঠানে লেখাপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন শহীদ সিরাজী, আকরাম মুজাহিদ, আমিনুল ইসলাম, মুন্সী বোরহান মাহমুদ, হাসনাইন ইকবাল, লোকমান হোসেন জীবন, ইয়াকুব বিশ্বাস, নোমান সাদিক, নাজির হোসেন খান, শাহাদাত ফাহিম, শাহাবুদ্দিন শিহাব, মুজাহিদুল ইসলাম, সাগর হাওলাদার, তরিকুল ইসলাম, আহমদ তানভীর ও সাইফ হাওলাদার।

পরিশেষে জনাব ইয়াকুব বিশ্বাসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি হয়।

 


আরো সংবাদ



premium cement