১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পর্দা উঠেছে ঢাকা লিট ফেস্টের

পর্দা উঠেছে ঢাকা লিট ফেস্টের - ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারো পর্দা উঠেছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট)। করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা আবারো শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে দেশ-বিদেশের সাহিত্যিকদের এই মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে যোগ দেবেন ২০২১ সালে নোবেল পুরস্কারজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। আরো থাকবেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী ও শেহান কারুনাতিলাকা। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বিজয়ী, লেখকরা বিভিন্ন পর্বে যোগ দেবেন। আলোচনা হবে ১৭৫টির বেশি পর্বে। এ আয়োজনে উপস্থিত হবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।

জানা গেছে, বৃহস্পতিবার শুরু হওয়া এ ফেস্ট আগামী ৮ জানুয়ারি শেষ হবে। এবারের মেলা টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ এবং ৫০০ টাকা। যা স্পট রেজিস্ট্রেশন ও অনলাইনের মাধ্যমে কেনা যাবে।


আরো সংবাদ



premium cement