নেত্রকোনায় বিশেষ আরবী কর্মশালা অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুলাই ২০২২, ২৩:০১, আপডেট: ১৩ জুলাই ২০২২, ২৩:০৩
দেশের খ্যাতনামা আরবী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ:-এর উদ্যোগে দিনব্যাপী আরবী ভাষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নেত্রকোনার মোহনগঞ্জ জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুফতী জুনাইদ আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল আল হাদী। তারবিয়াতি আলোচনা পেশ করেন মোহনগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি ও মাদরাসা দারুল কুরআনের পরিচালক মুফতী মাজহারুল হক কাসেমী, জামিয়া কাসিমিয়ার মোহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান, বড় মসজিদের ইমাম ও খতীব মুফতী আমীর আহমদ, জামিয়া মাদানিয়ার মোহতামিম ও ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাছুম আহমদ, মাওলানা ইয়াছিন আহমদ, মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।
আরবি ভাষায় শিক্ষার্থীরা দুর্বল কেন? মৌলিক দুর্বলতাগুলো কী কী ? দুর্বলতা দূর করার পথ ও পন্থা। নাহব-সরফের দুর্বলতা আরবির দূর্বলতার জন্য কতটুকু দায়ী? আরবি শেখার বাস্তবিক কিছু অনুশীলন বিষয়ে আলোচনা পেশ করেন শায়েখ শফীকুল ইসলাম ইমদাদি রাহাত, মুফতী আতাউর রহমান, মুফতী জুনাইদ আহমদ প্রমুখ।
এ ছাড়াও আলোচনা পেশ করেছেন, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা আবুল হাসান ফয়সল, মুফতী মাকসুদুল হাসান বায়েজিদ, জনাব ফিরোজ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক ডাঃ আল মামুন চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মুফতি আব্দুল আওয়াল, মাওলানা এনামুল হাসান মুফতী আশরাফুল হক, মুফতি রুহুল আমিন, মাওলানা মাহবুবুর রহমান (ইমাম মার্কাজ) প্রমুখ।
কর্মশালায় উপস্থিতিদের মধ্যে শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত লিখিত কিতাবাদী হাদিয়া দেয়া হয়। বিকেল ৪টায় মাদরাসা দারুল কুরআনের সিনিয়র উস্তাদ মাওলানা ইকবাল হোসাইনের দুআর মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা