ঈদ মোবারক
- মুহাম্মদ বাকি বিল্লাহ
- ১৪ মে ২০২১, ১৯:৪৪
বোমার আঘাতে চিরনিদ্রায় শায়িত
ফিলিস্তিনি শিশুর বিদেহী আত্মা,
তোমাকে ঈদ মোবারক!
সন্তানের তাজা লাশ কাঁধে নিয়ে
গোরস্থানে দাঁড়িয়ে থাকা আফগানি বাবা,
তোমাকে ঈদ মোবারক!
সিরিয়ার ধ্বংসস্তূপের মাঝে ভাইয়ের লাশ
খুঁজে বেড়ানো এতিম কিশোরী বোন,
তোমাকে ঈদ মোবারক!
ক্লাশিনকোভের ট্রিগারে আঙ্গুল রেখে
শুয়ে থাকা স্বাধীনতাকামী কাশ্মীরি যুবক,
তোমাকে ঈদ মোবারক!
বাংলার শাপলায় কিংবা মিশরের তাহরীরে
এখনো জ্বলতে থাকা আন্দোলনের অদৃশ্য আগুন,
তোমাকে ঈদ মোবারক!
তুরস্কে, আমিরিকায়, বাংলার
সবুজ মায়ায়
চেচনিয়া, বসনিয়া, বাইতুল্লাহর
ছায়ায়
আর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাওয়া
পাথরশিশুর পাথর ধরা কব্জায়
বিশ্বময় দাবানলের মতো ছড়িয়ে পড়া
হে ইসলাম;
তোমাকে ঈদ মোবারক!!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা