১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি

প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি - ছবি : নয়া দিগন্ত

অমর একুশে বইমেলা ২০২৫ প্যাভিলিয়ন প্রথা বাতিলসহ চার দফা দাবিতে বাংলা একাডেমিতে প্রতিবাদ সভা ও মহাপরিচালক ড. মোহাম্মদ আজমকে স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সৃজনশীল প্রকাশকদের প্রতিনিধিত্বকারী তিনটি সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি দেয়া হয়।

সংগঠন তিনটি হলো বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ।

প্রকাশকদের দাবি হলো স্টল ভাড়া ৫০ ভাগ কমানো, ফ্যাসিস্ট সরকারের দোসর ও লুটকারী প্রকাশকদের মেলায় প্যাভিলিয়ন না দেয়া ও বইমেলা পরিচালনা কমিটিতে প্রকাশক প্রতিনিধি বৃদ্ধি করা।

এর আগে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলের সামনে প্রতিবাদ সমাবেশে তিন সংগঠনের পক্ষে বক্তব্য দেন সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মো: গফুর হোসেন, আবু বকর সিদ্দিক রাজু, শরিফুল শাহজী ও দেলোয়ার হাসান।

বাংলা একাডেমির মহাপরিচালক তিন সংগঠনের নেতাদের বক্তব্য শুনেন।

মহাপরিচালক বলেন, ‘প্রকাশক প্রতিনিধিদের এবং মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের ন্যায়সঙ্গত সবগুলো দাবি বাংলা একাডেমি আন্তরিকতার সাথে বাস্তবায়নের চেষ্টা করবে। তিনি উল্লেখিত চার দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় একাডেমির সচিব ও বইমেলার সদস্যসচিব মোহাম্মদ নায়েব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশকদের চার দফা দাবিতে তিনটি সংগঠনের পক্ষ থেকে আগামী শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল