‘দীপন হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত বিচারের দাবি’
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩১
দীপন হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত বিচার করার দাবিতে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাবাজারে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে এ স্মরণসভা করা হয়। আজকের এ দিনে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
দীপনের মৃত্যুবার্ষিকীতে প্রকাশনা সমিতির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন তার রূহের মাগফিরাত কামনা করেন এবং দীপন হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত বিচারের দাবি জানান।
স্মরণসভায় সমিতির সভাপতি সাঈদ বারী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, যুগ্ম নির্বাহী পরিচালক শরীফুল শাহজী, সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দীন কলি, মেলাবিষয়ক সম্পাদক, মশিউর রহমান, অর্থ ও দফতর সম্পাদক জামাল উদ্দীনসহ বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, ‘ফয়সাল আরেফিন দীপনের সাথে আমাদের দীর্ঘ দিনের স্মৃতি রয়েছে। বিভিন্ন সময় জাতীয়তাবাদী প্রকাশকদের সমন্বয়ে গঠিত প্লাটফর্মে প্রকাশকদের উন্নয়নে আলোচনাসভায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মতামত দিতেন।’
বক্তারা আরো বলেন, ‘দীপন ছিলেন প্রগতিশীল প্রকাশক, স্মার্ট ও বিনয়ী মানুষ।’
সভাপতি সাঈদ বারী বলেন, ‘তৎকালীন আওয়ামী সরকার দীপন হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের না ধরে জঙ্গীরা তাকে হত্যা করেছে বলে দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করেছে।’
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা