প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্রর নির্মিতব্য নবম চলচ্চিত্র ‘জ্যাম’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুর ১২টায় রাজধানীর ঢাকা ক্লাবে। শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। অনুষ্ঠানে কিংবদন্তি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক এ টি এম শামসুজ্জামান, চিত্রনায়িকা-নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দা, আহমেদ শরীফসহ অনেকে। মহরত অনুষ্ঠানে জানানো হয় ‘জ্যাম’-এর মূল অভিনয়শিল্পী পূর্ণিমা, ফেরদৌস ও আরিফিন শুভ। সেই সাথে এই চলচ্চিত্রে আরো থাকবেন ওমর সানী, মৌসুমী, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা। তবে শুভ মহরত অনুষ্ঠানে দুই বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণাও উপস্থিত ছিলেন। চলচ্চিত্রে তার অভিনয়ের বিষয়টি চমক হিসেবেই রাখা হয়েছে বলে জানানো হয়। ‘জ্যাম’ চলচ্চিত্রের মূল ভাবনা মরহুম সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। চলচ্চিত্রের জন্য গান লিখেছেন আমীনুর রহমান। শুভ মহরত অনুষ্ঠানে ঋতুপর্ণা বলেন, ‘ভীষণভাবে আজ মনে পড়ছে মান্না ভাইয়ের কথা। তিনি থাকলে আজ খুব খুশি হতেন। তবে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই শেলী ভাবীকে, কারণ তিনি মান্না ভাইয়ের স্মৃতিকে, কর্মকে শ্রদ্ধা জানিয়ে আবারো চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছেন। সেই সাথে মান্না ভাইয়ের ছেলেও ‘জ্যাম’-এর সাথে সম্পৃক্ত আছে এটাও অনেক আনন্দের।’ ‘জ্যাম’ চলচ্চিত্রটিতে মূল নায়িকা হিসেবে থাকবেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘অনেক অপেক্ষার পর এত সুন্দর একটি গল্পের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে আমি প্রধান নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছি, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালো লাগার। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে এর আগে আমি ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘মনের সাথে যুদ্ধ’ এবং ‘পিতা-মাতার আমানত’ চলচ্চিত্রে অভিনয় করেছি। এটা হবে আমার চতুর্থ চলচ্চিত্র। এই প্রযোজনা সংস্থার প্রতি রয়েছে আমার অন্য রকম ভালোবাসা, শ্রদ্ধা। আশা করছি সব মিলিয়ে এটি অনেক ভালো একটি চলচ্চিত্র হবে।’ কৃতাঞ্জলি প্রযোজনা সংস্থা থেকে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘আমি জেল থেকে বলছি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘পিতা-মাতার আমানত’ চলচ্চিত্র নির্মিত হয়েছে।’ কৃতাঞ্জলি চলচ্চিত্রের বর্তমান কর্ণধার মান্নার স্ত্রী শেলী মান্না। ছবি : গোলাম সাব্বির।