সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ও সেবামূলক সংগঠন ১/২৪ সোশ্যাল মুভমেন্টের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিননগরে দুপুর ১২টায় কড়ই ও মেহগনি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, সোশ্যাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা মো: শাহাব উদ্দিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে বর্তমানে অধ্যায়নরত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ৭ একর জায়গার বিভিন্ন অংশে ফলদ বনজ গাছের কয়েক হাজার চারা লাগানো হবে বলে জানান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা। তিনি বলেন, পর্যায়ক্রমে আরো তিন একর জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। সবুজ ক্যাম্পাস বিনির্মাণ ও পরিবেশ বাঁচাতে এ উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি।